রাজ্যে শুরু হল বাড়ি বাড়ি গিয়ে কোভিড সচেতনতামুলাক অভিযান - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৬ মে
বৃহস্পতিবার

ধর্মনগর প্রতিনিধি:- বিধায়ক রামপ্রসাদ পালের কর্মকর্তাদের উদ্যোগে পশ্চিম জেলার আনন্দ নগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কোভিড সংক্রমণের হাত থেকে কিভাবে নিজেদের বাঁচানো যায় তার জন্য কিছু জনসচেতনতা মূলক কর্মসূচি নেওয়া হয়। নিজেও বাঁচুন অন্যকে ও বাঁচান। 


গত বুধবার এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্য কর্মকর্তাদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ১৮ সূর্যমনি নগর এর সমস্ত ওয়ার্ড গুলোর মধ্যে জনসচেতনতা অত্যন্ত প্রয়োজন। কারণ করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে রাজ্যে ছড়াচ্ছে। তার জন্য জনগণকে সচেতন না করলে পরবর্তীতে এই সংক্রমণ আরো বেড়ে যাবে। 

বুধবার মন্ডল সভাপতি সহ আশা কর্মী ও অন্যান্য কর্মী-সমর্থকরা মিলে আনন্দনগর এলাকায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে করোনা ভাইরাস সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় সে বিষয়ে সচেতনতা মূলক বার্তা দেন। বর্তমানে রাজ্যে করোনা দিনের পর দিন বেড়েই চলছে তাই রাজ্যের জনগণ ও ১৮ সূর্যমনি নগর এলাকার বিধায়ক চাইছেন যে এলাকাতে করোনা সংক্রমণ মুক্ত করার জন্য জনসচেতনতা একান্ত প্রয়োজন। আর তার কারণেই এই জনসচেতনতা সম্পর্ক অভিযান শুরু করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu