ধর্মনগর প্রতিনিধি:- গত বুধবার আগরতলা শিবনগর স্থিত আমরা বাঙালি দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে ১২ দফা দাবি সনদের উপর ভিত্তি করে বক্তব্য রাখেন সচিব গৌরাঙ্গ রুদ্র পাল।
গত বছর রাজ্যে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছিল খুবই কম। কিন্তু বর্তমানে তা অতি দ্রুত গতিতে বেড়ে চলেছে। এমতাবস্থায় রাজ্যবাসীর সার্বিক স্বার্থে আমরা বাঙালি পক্ষ থেকে ১২ দফা দাবি রাজ্য সরকারের কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে হলো অতি দ্রুত রাজ্যের প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন ও টিকা পাওয়ার ব্যবস্থা করতে হবে।
টিকাকরন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন মজুদ রাখতে হবে। অতি দ্রুত নতুন ডাক্তার নার্স চিকিৎসার কর্মী নিয়োগ করতে হবে যাতে তাদের অভাবে রাজ্যের চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়। কোভিড থেকে রক্ষা পেতে রাজ্যবাসীর স্বার্থে আরো কিছু গুরুত্ব পূর্ণ দাবি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হয়।
0 মন্তব্যসমূহ