ভ্যাকসিন নিতে গিয়ে ভোগান্তির শিকার ভ্যাকসিন গ্রহণকারীদের- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৪ এপ্রিল
শনিবার
বিশালগড় প্রতিনিধি:- ঘটনা বিশালগড় হরিশ নগর উপস্বাস্থ্য কেন্দ্রে। জানা যায় সকাল সাতটা থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য হরিশ নগর উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন পাচ্ছে না ভ্যাকসিন গ্রহণকারীরা। 
এদিকে উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত কর্মীদের থেকে জানা যায় যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নেই তা নিয়ে ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে এক প্রকার খুব দেখা দেয় স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে।ভ্যাকসিন গ্রহণকারীদের অভিযোগ তারা সকলেই দিনমজুর তারা দুই থেকে তিন দিন ধরে ভ্যাকসিন গ্রহণ করার জন্য স্বাস্থ্য কেন্দ্রে আসতে হচ্ছে অথচ সকাল সাতটার সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকার পর এগারটা থেকে সাড়ে এগারোটার সময় বলে দেওয়া হচ্ছে আজকে আর ভ্যাকসিন নেই আগামীকাল দেওয়া হবে।
ভ্যাকসিন গ্রহণকারীদের অভিযোগ প্রতিদিন স্বাস্থ্যকর্মীরা এইভাবে হয়রানির কারণে তাদের কাজকর্ম বন্ধ হচ্ছে আর যদি প্রতিদিন এই অবস্থা থাকে তাহলে তারা তাদের সংসার কিভাবে চালাবেন। ভ্যাকসিন গ্রহণকারীদের স্বাস্থ্য দপ্তরের প্রতি একটাই অনুরোধ তারা যেন পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন উপস্বাস্থ্য কেন্দ্রে গুলিতে দিয়ে থাকেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu