নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহাকুমার চাকমাঘাট এলাকা- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৪ এপ্রিল
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- নেশার করালগ্রাসে বশবর্তী হয়ে যাচ্ছে বর্তমান যুবসমাজ। বর্তমান যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে এবার এলাকাবাসীরা স্ব-উদ্যোগে দুই ড্রাগস সেবনকারীকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দিল।
ঘটনা শুক্রবার সকাল আনুমানিক সাড়ে নয়টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট তুইমধু বাজার সংলগ্ন এলাকায়, এলাকার সচেতন নাগরিক অপরিচিত দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ বশত তাদেরকে আটক করে। পরে দুজনের থেকে মোট ১৪ কৌটা ড্রাগস উদ্ধার করতে সক্ষম হয়। এরমধ্যে তেলিয়ামুড়া থানাধীন জহওর কলোনি আইএস অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নিতাই দে এবং চামপ্লাই এলাকার অপর আরেক যুবক কে আটক করে এলাকাবাসী। যদিও চামপ্লাই এলাকার ওই যুবক এলাকাবাসীদের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তবে এলাকার সচেতন জনগণ নিতাই দে নামে যুবককে উত্তম-মধ্যম দিয়ে এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামে এক ব্যক্তির নাম উঠে আসে। পরে এলাকার সচেতন নাগরিক নিতাই দে কে উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ড্রাগস ব্যবসার সাথে জড়িত বিকাশ নামের জৈনক ওই যুবককে কবে নাগত ধরতে সক্ষম হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu