ধর্মনগরে বসন্ত উৎসবে তালে তাল মেলালেন সহস্রাধিক নৃত্য শিল্পী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৯ এপ্রিল
শুক্রবার
ধর্মনগর প্রতিনিধি:- বৃহস্পতিবার সকালে ধর্মনগরে অনুষ্ঠিত হলো এক নব আঙ্গিকে বসন্ত উৎসব। অনুষ্ঠানের শুরুতেই অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণে "ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল" সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। 
বসন্ত উৎসব উদযাপন কমিটি আয়োজিত এই বসন্ত উৎসবে ধর্মনগর শহরের বিভিন্ন সঙ্গীত ও নৃত্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত উপস্থিতিতে ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন বিদ্যালয়ের মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ধর্মনগর শহরে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি ধর্মনগর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় বীর বিক্রম ইনস্টিটিউশন প্রাঙ্গণে এসে শেষ হয়।
 শোভাযাত্রায় একিসাথে কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সহস্রাধিক নৃত্য শিল্পী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবারের এই অনুষ্ঠান সম্মন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মনগর তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির বরিষ্ঠ সদস্য তথা সাংস্কৃতিক সংগঠক দীপাল দাস জানান। গোটা ত্রিপুরা রাজ্যে এই প্রথমবারের মতো নব আঙ্গিকে বসন্ত উৎসব উদযাপন করা হলো যা গোটা রাজ্যে এক অনন্য নজির সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu