বড়মুড়া পাহাড়ে হাতে নাতে ধরা পড়লো গাড়ী সহ বনদস্যুরা -Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৯ এপ্রিল
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- আঠারোমুড়া পাহাড় সহ বড়মুড়া পাহাড় তথা হাতাইকতর পাহাড় এলাকা গুলিতে বনদস্যুরা প্রতিনিয়ত জঙ্গলে গাছপালা কেটে উজাড় করে দিচ্ছে। 
এদিকে তেলিয়ামুড়া বনদপ্তর গোপন সূত্রের ভিত্তিতে বড়মুড়া পাহাড়ের  সালকাকমি এলাকায় এক অভিযান চালিয়ে একটি গাড়ি সহ লক উদ্ধার করে, গাড়িতে থাকা চালক ও সহ চালককে আটক করা হয়। আটককৃত গাড়ির নম্বর টিআর ০১ এ.ই ১৮৯৫। এদিকে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ জানান, বড়মুড়া পাহাড়ের সালকাকামি থেকে একটি লক বুঝাই গাড়ি সহ দুজনকে  আটক করেছে। তিনি আরো জানান গাড়িটি বড়মুড়ার সালকাকামি এলাকা থেকে কাঠের লক নিয়ে যাচ্ছিল জিরানিয়ার দিকে।
বন দপ্তরের কর্মীদের কাছে খবর থাকায় আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান প্রতিনিয়তই এই ধরনের অভিযান জারি থাকবে বন রক্ষার জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu