১৮৬২ খ্রিস্টাব্দ থেকে চলছে ডুকলি আমতলীর এই মেলা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৬ এপ্রিল
শুক্রবার
বিশালগড় প্রতিনিধি:- বহু দিনের পুরনো ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত আমতলী কুড়ি পুকুর আশ্রম এ প্রতিবছর পহেলা বৈশাখের দিনে মেলার আয়োজন করা হয় এই মেলায় সকাল থেকে রাত পর্যন্ত  রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায় ।
গত বছর করুণা মহামারীর কারণে এই মেলা বন্ধ ছিল । কিন্তু এ বছরও করুণা মহামারীর প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার সত্ত্বেও এই মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু এত বছর ধরে এই মেলা শুধু একদিনের ছিল  এই বছর এই মেলাটি একদিনের বদলে তিন দিন করা হয়েছে ।
মেলায় প্রথম দিনের বিকেলবেলা দর্শনার্থীদের ভীড় একটু কম থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতেই প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে । এই মেলায় অনেক দোকান পাট সাজিয়ে বসেছে । কিন্তু দোকান মালিকরা জানিয়েছেন  অন্যান্য বছরের তুলনায় এই বছর তাদের ব্যবসা তেমন একটা ভালো নয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মেলার প্রথম দিনে সন্ধ্যা ৭ টা পর্যন্ত  প্রচুর লোকের ভিড় ছিল । সেকের কোট থেকে  সমরজিৎ চৌধুরীর প্রতিবেদন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu