সবুজ ত্রিপুরা
১২ এপ্রিল
সোমবার
বিশালগড় প্রতিনিধি:- জম্পুই জেলার আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী মুসরায় পাড়ার এডিসি ভিলেজে বিশ্বলক্ষী দেববর্মা নামে এক মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয়।
জানা যায় মহিলা ত্রিপ্রা মথা সমর্থিত কর্মী। গতকাল আইপিএফটি কর্মীর বাড়িতে ভাঙচুর এবং ছিনতাই করার অপরাধে এবং সমস্ত কিছু লুট করেছিল বলে অভিযোগ। আইপিএফটি কর্মী সমর্থকরা মহিলার বাড়িতে ঢুকে মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ।
জানা যায় যারা খুন করেছেন তারা তাঁর নিকটতম আত্মীয়। ঘটনাস্থলে জম্পুই এর টাকারজলা থানার পুলিশ আসেন। রাজনিতী নিয়ে মহিলার খুন হয়েছে বলে জানা যায়।
0 মন্তব্যসমূহ