সবুজ ত্রিপুরা
৮এপ্রিল
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধি:- ঘটনা কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের নকুল দাস এর বাড়ীর নিকট। সেখানে গিয়ে লক্ষ্য করা গেল রাস্তার পাশেই একটি বিদ্যুতের খুঁটি এমনভাবে হেলানো অবস্থায় রয়েছে যার ফলে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ এক দেড় বছর ধরে বিদ্যুতের এই খুঁটী এর বেহাল অবস্থা এলাকাবাসী অনেকবার সেকেরকোট দারোগাবাড়ি বিদ্যুৎ অফিসে জানিয়েছে কিন্তু দের দিচ্ছি বলে মাসের পর মাস অতিক্রান্ত করে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এর আগেও অনেকবার সেকেরকোট বিদ্যুৎ দপ্তর এর অফিসের বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল।
এখন এলাকাবাসীর একটাই দাবি হেলানো এই বিদ্যুৎ পিলারটিকে যাতে সঠিকভাবে বসানোর ব্যবস্থা করা হয়। কাঞ্চনমালা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।
0 মন্তব্যসমূহ