সবুজ ত্রিপুরা
৮এপ্রিল
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধি:- বিশালগড় মহাকুমার অধীনে নেহাল চন্দ্রনগর জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন কিছু চিত্র উঠে আসলো যা স্কুলের সমস্যা বললে যেন কম হয়। এই স্কুলে গিয়ে দেখা গেলো ৬৪ জন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক রয়েছে মাত্র দুইজন এই দুইজন শিক্ষকের মধ্যে একজন এসেছেন ডেপুটেশনে অন্য এক শিক্ষক যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন উনি আর মাত্র ৮ মাস পরেই অবসরে যাচ্ছেন।
এর থেকেই বোঝা যায় স্কুলের ছাত্র-ছাত্রীরা কতটুকু শিক্ষিত হতে পারবে। শুধু তাই নয় এই স্কুলটিতে প্রত্যেকদিন সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত এলাকার কিছু বখাটে যুবক মদের বোতল নিয়ে মদের আসর জমায়।
স্কুলের মদের আসর জমানো একটাই কারণ স্কুলে কোন বাউন্ডারি ওয়াল নেই যার ফলে সূরা প্রেমীরা স্কুলের মধ্যে এসে মদ পান করতে পারে। অভিভাবক মহলের দাবি খুব শীঘ্রই যেন রাজ্য সরকার নেহাল চন্দ্রনগর জনপ্রিয় উচ্চ বিদ্যালয়ের সমস্যাগুলি দূর করেন। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।
0 মন্তব্যসমূহ