সবুজ ত্রিপুরা
৩০ এপ্রিল
শুক্রবার
বিশেষ প্রতিনিধি:- সেই প্রাচীন সময় থেকেই কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে পাকা পক্ত জায়গা করে করে নিয়েছিল বেল । তাই বেল খেয়ে থাকুন সুস্থ । জেনে নিন বেলের উপকারিতা । কোষ্ঠ কাঠিন্য কমাতে সবাই জানে বেল পেট পরিস্কার করে।
একথা কিন্তু বৈজ্ঞানিক ভাবেও সত্য । নিয়মিত টানা ৩ মাস যদি আপনি বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে । সপ্তাহে তিন দিন খান বেলের শরবত । এছাড়া বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকংশে কমে আলসার।
পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে । তবে শরবত করে নয় বেল খেতে হবে এমনিই । নিয়মিত বেল খেলেই মুক্তি পাবেন আর্থ্রারাইটিস এর সমস্যা থেকে । ১০০ গ্রাম বেল ১৪০ ক্যালোরি এনার্জি দেয় । এছাড়াও বেল মেটাবলিক স্পিড বাড়ায় ।
0 মন্তব্যসমূহ