গ্রীষ্মের প্রখর রৌদ্রতপ্ত দিনে পানীয় জলের সংকট - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৩০ এপ্রিল
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- জল সঙ্কটের অভিজোগ বারবার পঞ্চায়েত অফিসে দেওয়া  সত্ত্বেও পানীয় জলের সমস্যার একই অবস্থায় । এমন অবস্থায় এলাকাবাসীরা পাশের পড়শীদের বাড়ি থেকে পাঁচ কথা শ্রবণ করে জল সংগ্রহ করতে হচ্ছে যা এক অসহনীয় ব্যাপার । ঘটনা চাকমা ঘাট গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে । 
এলাকাবাসীদের অভিযোগে জানা যায় চাকমা ঘাট গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে টানা ৩ থেকে ৪ মাস ধরে প্রচন্ড জল সংকট চলছে । 

এই অবস্থায় এলাকাবাসীরা বলেছেন জল সংকটের সমস্যা নিরসনের জন্য তারা কিছুদিন অপেক্ষা করবেন , সমস্যা নিরসন না হলে রাস্তা অবরোধ করবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu