নকশালি হামলায় শহিদ ত্রিপুরার বীর সন্তান সম্ভু রায়- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৫ এপ্রিল
সোমবার
ধর্মনগর প্রতিনিধি:- রবিবার বিকেল থেকেই গোটা ধর্মনগরের পরিবেশ যেন ভারাক্রান্ত রূপ নিয়েছিল। কেননা রবিবার ছত্তিশগড়ের বিজাপুরে নকশাল হামলায় শহীদ হওয়া ধর্মনগরের ছেলে তথা সুরক্ষা বাহিনীর সৈন্য ত্রিপুরার বীর সন্তান সম্ভু রায়ের মৃত্যুর খবর আসে। রবিবার দুপুরে এই খবর চারিদিকে ছড়িয়ে 
পরতেই ধর্মনগ‌রে শোকের ছায়া নেমে আসে। ধর্মনগ‌রে ভাগ্যপুর গ্রা‌মে তার বা‌ড়ি। ধর্মনগ‌রের সব অং‌শের মানুষই তা‌কে তার ব্যবহা‌রের জন্য খুবই ভা‌লোবাস‌তেন। সবার খুব কা‌ছের মানুষ ছি‌ল সম্ভু । তিনি এন‌সি‌সির একজন 

দক্ষ প্রার্থী ছি‌লেন। বাবা দীপক রায় পেশায় দিনমজুর। বর্তমা‌নে রঙ‌ মিস্ত্রীর কাজ ক‌রেন। মা গৃহবধু , বা‌ড়ি‌তে এছাড়াও একভাই ও দুই‌বোন র‌য়ে‌ছে। সবার ছোট ছিল শম্ভু। তা‌কে ভা‌লো বাস‌তেন প্রায় সব মানুষই। তার শ‌হিদ হওয়ার সংবাদ জানাজা‌নি হ‌তেই ধর্মনগ‌রে না‌মে আসে শো‌কের ছায়া। তার এই আত্তবালিদান চিরোতরে মানুষের মনে থেকে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu