ভারতীয় মানচিত্রের অবমাননা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৬ এপ্রিল
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধি :- উত্তর ত্রিপুরা জেলার এসিস্টেন ইঞ্জিনিয়ার পানিসাগর সাব ডিভিশন অফিসে ভারতীয় মানচিত্রে অবমাননার অভিযোগ আনেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পানিসাগর খন্ডের স্বয়ং সেবক গান। ঘটনার বিবরণে জানা যায় পানিসাগর ডিডাব্লিউএস অফিসে বিগত কিছুদিন আগে সচেতনতা মূলক 
একটি সাইনবোর্ড দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে। যেখানে লেখা আছে "মুক্ত হলে প্লাস্টিক পৃথিবী থাকবে সঠিক"। লেখাটির পাশেই ভারতীয় মানচিত্রের একটি ভুলে ভরা ছবি আছে। মানচিত্রে ভারতের কয়টি অংশ কেটে ফেলা হয়েছে। ভাবতে অবাক লাগে যে শিক্ষিত সরকারি কর্মচারীরা ভারতের মানচিত্র টি 

সঠিকভাবে অঙ্কন করতে ব্যর্থ হন। ঘটনায় হতবাক এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকগণ। ভারতবর্ষের মতো জায়গায় বসবাস করে এবং সরকারি কোষাগার থেকে প্রতি মাসে মাসে মাসোহারা নিয়ে শিক্ষিত সমাজের উচ্চ স্তরের বসবাস করছেন বটে। কিন্তু ভারতের মানচিত্র কে উনারা আজ পর্যন্ত সঠিকভাবে চিনতে পারলেন না। কথাটি ভেবে অবাক লাগে। ভারতের মানচিত্রের অবমাননা করার মানেই হচ্ছে ভারতকে অবমাননা করা এবং ভারত মাতা কে অপমান করা। তাই আজ পানিসাগর খন্ডের স্বয়ংসেবক গান ডিডাব্লিউএস দপ্তরে গিয়ে প্রচণ্ড ধিক্কার জানান। অফিসের বড়বাবুর সাথে কথা বলে জানা যায় যে ধর্মনগর ডিডাব্লিউএস অফিস থেকে প্রিন্ট করে পাঠানো হয়েছে। জেলা অফিস অথবা মহাকুমা অফিস যা কিছুই হোক না কেন ভারতীয় মানচিত্রে এহেন অবমাননাকে মেনে নিতে পারছেন না এলাকার জনগণ সহ 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পানিসাগর খন্ডের স্বয়ংসেবক গান। তাই উনারা তার তীব্র প্রতিবাদ জানাতে আজ পানিসাগর ডিডাব্লিউএস অফিসে গিয়েছিলেন। সরকারি দপ্তরে ভারতীয় মানচিত্রের অবমাননা করে বর্তমান সরকারকে কলুষিত করার চক্রান্ত করছে। এখন দেখার বিষয় সরকারি কর্মচারীদের দ্বারা ভারতীয় মানচিত্রের অবমাননার ঘটনাটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বর্তমান সরকার কি পদক্ষেপ গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu