কোভিড- ১৯ সংক্রমণ রোধে নতুন বিধিনিষেধ- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৫ এপ্রিল
সোমবার
বিশেষ প্রতিনিধি :- সাধারণ মানুষের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ রোধে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘দ্য এপিডেমিক ডিজিজ কোভিড-১৯ রেগুলেশনস ২০২০’ 
অনুযায়ী কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধগুলি ৩০ এপ্রিল, ২০২১ পর্যন্ত কার্যকর থাকবে। এই বিধিনিষেধ কাজের জায়গায় অথবা যানবাহন চালানোর সময় বাড়িতে তৈরী ধোয়া যায় এমন কাপড়ের মাস্ক অথবা যে কোন কাপড় দিয়ে নাক, মুখ ঢেকে  রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাব্লিক এবং বেসরকারি যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রেখে দোকান চালাতে হবে। দোকানের সামনে এক মিটারের 

কম জায়গায় একজনই থাকতে পারবেন। ক্রেতা, বিক্রেতা উভয়কেই মাস্ক পড়তে হবে। ওই এলাকা প্রতিদিন বাধ্যতামূলকভাবে স্যানিটাইজ করতে হবে। এই নিয়ম অনুযায়ী মাস্ক না পরলে প্রথমবার ২০০ টাকা  এবং এরপর প্রতিবারের ক্ষেত্রে ৪০০ টাকা করে জরিমানা করা হবে। পাব্লিক এবং বেসরকারী যানবাহনে, বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখা না হলে এবং হোম  কোয়ারেন্টাইনের নিয়ম-কানুন লঙ্ঘন করলে ১০০০ টাকা জরিমানা করা হবে। কোন ব্যক্তি,  প্রতিষ্ঠান, সংস্থা এই সব বিধিনিষেধ অমান্য করলে আইপিসি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu