সবুজ ত্রিপুরা
৫ এপ্রিল
সোমবার
বক্সনগর প্রতিনিধি:-এক পঁচা গলা মৃতদেহ উদ্ধার হল সোনামুড়া থানাধীন মগবাড়ি এলাকায়। ঘটনার বিবরনে জানাযায় শনিবার সন্ধ্যায় স্থানীয়
লোকজন জঙ্গল থেকে ভেসে আসা ভীষণ দুর্গন্ধ অনুভব করছিল এর পর পুলিশকে খবর দেওয়া হয়। সোনামুড়া থানার পুলিশ রাতে দুর্গন্ধের উৎসের খোঁজে তল্লাশি শুরু করে শেষ পর্যন্ত তারা জঙ্গলে একটি পচা গলা মৃতদেহ দেখতে পায়, তবে মৃত পরিচয় এখনও জানা যায়নি, পুলিশের ধারণা দুই থেকে তিন মাস আগে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন খুন করে মৃতদেহ জঙ্গলে ফেলা হয়েছে কিনা তা নিয়েও বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে জনগনের মনে। পুলিশ
মৃতদেহটির ময়না তদন্তের কাজ ঘটনাস্থলে সম্পন্ন করে নিয়েছে। কারণ মৃতদেহটি হাসপাতালে নিয়ে যাওয়ার মত অবস্থা ছিল না। স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনায়। স্থানীয়রা আশঙ্কা করছে ওই ব্যক্তিকে হত্যার পর জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল। এলাকার এক ব্যক্তি গরু চড়াতে গিয়ে দুর্গন্ধ অনুভব করছিলেন এরপর এলাকায় জানাজানি হয় কোথা থেকে দুর্গন্ধ ছড়িয়ে
আসছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছিল এরপর পুলিশ তল্লাশি অভিযান নেমে মৃতদেহ উদ্ধার করার পর কৌতুহল আরো বেড়ে যায়। কারণ মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কেউ কেউ বলছেন দুই-তিন মাস আগে এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল মৃতদেহটি হয়তো তার, কিন্তু পুলিশ তদন্ত ছাড়া মৃতের পরিচয় বের করা সম্ভব নয়। ময়নাতদন্তের রির্পোট আসলেই তা স্পস্ট বলা যাবে।
0 মন্তব্যসমূহ