সবুজ ত্রিপুরা
৩ এপ্রিল
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:-ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৩৭ মাইল এলাকায় । টি আর ০৩-১৪২২ যাত্রীবাহী বাস গাড়ি যাত্রী নিয়ে ধর্মনগর
থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ের সাথে সংঘর্ষ হয়ে এই দুর্ঘটনাটি ঘটে । এতে আহত হয় শিশুসহ চার জন
যাত্রী । খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের । দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে মুঙ্গিয়াকামি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
0 মন্তব্যসমূহ