সবুজ ত্রিপুরা
৫ এপ্রিল
সোমবার
বিশালগড় প্রতিনিধি:- ঘটনা আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকার ৩নং ওয়ার্ডে। ৩নং ওয়ার্ডের মায়ারানি বিশ্বাসের বাড়িতে ঘরের দরজার তালা ভেঙে চুর ঘরে প্রবেশ করে এবং আনুমানিক ৯৫০০ টাকা চুরি করে। রানী বিশ্বাস তার
ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয় এবং ঘরে গিয়ে দেখেন উনার এক প্রতিবেশি সুব্রত উনার ঘরের বিছানায় খোঁজাখুঁজি করছে, সঙ্গে সঙ্গেই ওই মহিলা চোর চোর বলে চিৎকার শুরু করলে সুব্রত দাস ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, পরে ওই মহিলা দেখতে পান উনার ঘর থেকে ৯৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। মহিলার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে
আসে। এবং পরবর্তী সময়ে ঘটনাটি আমতলী থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসী সহ ওই মহিলার উপস্থিতিতে তদন্তক্রমে চুরির ঘটনার সত্যতা খুঁজে পায় পুলিশ। এলাকাবাসীর সূত্রে জানা গেছে সুব্রত দাস কাঞ্চনমালা এলাকায় একজন কুখ্যাত চোর নামে পরিচিত। এর আগেও এলাকার অনেক চুরির ঘটনা তার দ্বারা সংঘটিত হয়েছিল। এলাকার মানুষের দাবী চোর সুব্রত দাসকে আইনের নিয়ম অনুসারে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। কাঞ্চনমালা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।
0 মন্তব্যসমূহ