সবুজ ত্রিপুরা
৫ এপ্রিল
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাঙ্গামোড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খলপাড়া এলাকার
বাসিন্দা প্রভাত কুমার রাঙ্খলের ১৯ বছর বয়সী ছেলে ইমনওয়েল রাঙ্খল রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ কোন এক বিষয়কে কেন্দ্র করে শশুর বাড়ির সকলের নজর এড়িয়ে নিজের গলায় ফাঁস লাগায়। সঙ্গে সঙ্গে তার স্ত্রী ফোন করে ইমনওয়েলের বাড়িতে। তারা তড়িঘড়ি ইমনওয়েলে কে নিয়ে
আসে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে জানায়। জানা যায়, ইমনওয়েল কাঠমিস্ত্রি কাজ করতো। হাসপাতাল থেকে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। তার মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ