বাংলা নববর্ষের আনন্দে মাতোয়ারা চারিদিক- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৬ এপ্রিল
শুক্রবার
ধর্মনগর প্রতিনিধি:-আজ পহেলা বৈশাখ । বাঙালির জীবনে আজ একটি নতুন বছরের একটি নতুন দিন । আজকের সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হলো বাংলা বর্ষ ১৪২৮সালের । বিগত ১৪২৭ বাংলা বর্ষের কান্না বেদনা দুঃখ নীরবতা সকল কিছু ভুলিয়ে সকলে নতুন আশায় আনন্দে পথ চলা শুরু করবে । এই পহেলা বৈশাখ কে কেন্দ্র করে প্রতিটি বাঙালির ঘরে ঘরে মেতে উঠবে আনন্দ উৎসবে ।
ইতি মধ্যে অধিকাংশের বাড়িতেই নতুন কাপড় পরে একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপনে ব্যস্ত হয়ে পরেছেন । করোনাকে তোয়াক্কা না করেই বাজারে বাজারে ভীড় ।  নতুন কাপরের সাথে সাথে বাহারি খাবারে ভরপুর বাঙ্গালীদের ঘর । বৃহস্পতিবার সকালে ধর্মনগর বাজারের অধিকাংশ দোকানেই বাংলা নববর্ষকে বরণ করে নিতে এবং দোকানের আয় বৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণেশের পুজোর্চনা চলছে ।
কিছু কিছু দোকানে গণেশের সাথে সাথে বিপদনাশিনি বা কোথাও গন্ধেশ্বরী প্রতিমার পুজো চলছে । সকলের মনেই লক্ষ্য করা গেছে নতুন বছরে জেন নতুন আনন্দ নতুন দিগন্ত  নিয়ে হাজির হয় । কবির ভাষায় বলতে গেলে "আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখী ডাকে , কতো শোভা চারি পাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে "।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu