সবুজ ত্রিপুরা
১৬ এপ্রিল
শুক্রবার
বক্সনগর প্রতিনিধি:- ঘটনা সোনামুড়া এলাকায় । সাত জনের একটি টিম গত কাল সোনামুড়া মহকুমার এলাকায় দুটি জায়গায় অভিযান চালিয়ে হুন্ডি ব্যবসায়ীদের কাছ থেকে ভারতীয় ২০ লক্ষ এবং বাংলাদেশী আনুমানিক ৩০ লক্ষ টাকা উদ্ধার করে ।
মঙ্গলবার সকাল ৬ টা থেকে শুরু হয় এই অভিযান , একটি অভিযান সংগঠিত করে কলমছৌড়া থানা এলাকার জাকির হোসেনের বাড়িতে সেখান থেকে উদ্ধার করে কিছু হিসাবের কাজ পত্র এবং অন্যদিকে সোনামুড়া দুর্গাপুর এলাকায় গোপাল চন্দ্র সাহা বাড়িতে এবং দোকানে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকা ভারতীয় নোট উদ্ধার করে এবং বাংলাদেশের আনুমানিক ৩০ লক্ষ টাকা উদ্ধার করে বলে জানা গেছে ।
উদ্ধার কৃত ভারতীয় ২০ লক্ষ টাকা ব্যাংকে জমা করা হয় এবং বাংলাদেশী টাকা গুলি জব্দ করা হয় । এই দিন সোনামুড়া মহকুমার পুলিশ অধিকারীক বনোজ বিপ্লব দাস এবং সোনামুড়া থানার ওসি পার্থ নাথ ভৌমিক ও ছিলেন এই অভিযানে ।
0 মন্তব্যসমূহ