সবুজ ত্রিপুরা
১২ এপ্রিল
সোমবার
বিশালগড় প্রতিনিধি:- ঘটনা বিশালগড় বাইদ্যার দিঘি মনিপুরী পাড়া এলাকায়। গভীর রাত পর্যন্ত মৃতদেহ নিয়ে বসে রইল পরিবারের লোকজনরা।
এলাকাবাসীরা বাধা দিচ্ছে কবর দিতে। গ্রামবাসীর বক্তব্য, সাথেই প্রচুর বাড়িঘর এবং একটি অঙ্গনওয়ারি সেন্টার। তাই এখানে দেওয়া যাবেনা কবর৷ যদিও জায়গা মৃতার পরিবারের নিজের।
তুমুল বাকবিতন্ডা শেষে কিশোরকে কবরস্ত করা হলেও এলাকাবাসীরা ওই স্থানে অনেক সময় জড়ো হয়ে থেকে ছিলো। ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ। মৃত বিকলাঙ্গ কিশোরের বাবার নাম নারায়ন সিনহা।
0 মন্তব্যসমূহ