সবুজ ত্রিপুরা
৯ এপ্রিল
শুক্রবার
বক্সনগর প্রতিনিধি:- ঘটনার বিবরণে জানা যায় প্রত্যেক দিনের ন্যায় বিশালগড় থানাধীন ফরাতল রাজনগর এলাকার এক বৃদ্ধ মহিলা সংসার চালানোর জন্য বিশালগড় মহাকুমার বিভিন্ন বাজারে বাজারে কাপড় বিক্রি করে থাকেন।
বৃহস্পতিবার দুপুরবেলা বিশ্রামগঞ্জ বাজারে রাস্তার পাশে ফুটপাতে সারাদিন এই চৈত্র বাজারে প্রায় ৬২০০ টাকা কাপড় বিক্রি করার পর যখন বিকেল গড়িয়ে আসে তখন তিনি খানিকটা সময়ের জন্য আরেকটি দোকানে যেতেই চোর দোকানে কাপড়ের ব্যাগ থেকে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরবর্তী সময়ে দোকানের মালিক পার্বতী দাস দোকানে এসে দেখতে পায় তার মোবাইল ফোন ও ৬২০০ টাকা সহ টাকার ব্যাগ নেই। অবশেষে তিনি অনেক খোঁজাখুজি করার পরেও তার মোবাইল ও টাকা গুলির কোন হদিস পেলেন না। অবশেষে তার বাড়িতে আসার জন্য গাড়ি ভাড়াও ছিল না, আর তখন বিশালগড় বাজারের দোকানদারা টাকা দিয়ে তাকে সাহায্য করেন বাড়িতে যাওয়ার জন্য। এদিকে মহিলা দোকানদারের সাথে কথা বলে জানতে পারা যায় এই কাপড় বিক্রি করে তার ছেলেকে বি.এ পাশ করিয়েছেন। সামান্য ব্যবসার টাকা দিয়ে তার সংসার প্রতিপালন করে থাকেন এই বৃদ্ধ মহিলা।
0 মন্তব্যসমূহ