সবুজ ত্রিপুরা
১০ এপ্রিল
শনিবার
ধর্মনগর প্রতিনিধি:- শুক্রবার সাত সকালে জলে ডুবে মৃত্যু হলো ৭ বছর বয়সের এক শিশুর। ঘটনা ধর্মনগর হাসপাতাল রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ছিল বারুণী স্নান।
সেই উপলক্ষে শিশুটির মা পাশের বাড়ির একটি পুকুরে বারুণী স্নানের গঙ্গা পূজা করে বাড়ি ফিরে আসে। মায়ের সাথে সাথে শিশুটি পুকুর ঘাটে গিয়ে মায়ের সাথেই বাড়ি ফিরে আসে। তার কিছু সময় পরেই আচমকা পরিবারের লোকজন তাকে দেখতে না পেওয়ায় শুরু হয় খোঁজা খোজি।
খুঁজতে খুঁজতে শিশুটির বাবা পাশের বাড়ির ঐ পুকুরে গিয়ে দেখতে পায় শিশুর দেহ পুকুরের জলে ভাসছে। পরিবারের লোকজনেরা সঙ্গে সঙ্গে শিশুটিকে পুকুরের জলে থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। মৃত শিশুটির নাম সমৃদ্ধ দাস পিতা সুদীপ দাস। সুদীপ দাস ও তার স্ত্রী দুজনেই ১০৩২৩ এর শিক্ষক ছিলেন। তাদের একটিই পুত্র সন্তান ছিল। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0 মন্তব্যসমূহ