দফায় ক্রমে দিন দুপুরে ১৫টি ছাগল চুরির ঘটনা- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৭ এপ্রিল
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া থানাধীন শিববাড়ি এলাকা থেকে দফায় ক্রমে ১৫টি ছাগল চুরির ঘটনা ঘটলেও এ ব্যাপারে থানা কর্তৃপক্ষ ঘুমে । এই এলাকায় ফের একটি ছাগল চুরির ঘটনা ঘটলে এলাকার সচেতন নাগরিকরা চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল শনিবার । ধৃত চোরের নাম তন্ময় দাস
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর একটা নাগাদ শিববাড়ি এলাকার বাসিন্দা মিহির বিশ্বাস হঠাৎ দেখতে পায় তন্ময় দাস নামে এক যুবক উনার ছাগল নিয়ে যাচ্ছে বাইকে করে । ঘটনাটি প্রত্যক্ষ করে তন্ময় দাসকে আটক করে এলাকাবাসীরা উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় ।
পরে চুরি হওয়া ছাগলের মালিক মিহির বিশ্বাস অভিযোগ করে জানান, দফায় ক্রমে এই এলাকা থেকে ১৫ টির মত ছাগল চুরি হয়েছে । শনিবার হাতেনাতে ধরা হয় চোর তন্ময় দাসকে । এবার তন্ময় দাসের বিরুদ্ধে চুরির অভিযোগ দিয়ে মামলা দায়ের হল । তবে পুলিশ এবার ধৃত চুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে । দিন দুপুরে এসডিপিও অফিসের ঢিলছড়া দূরত্বে এমন চুরির ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu