সবুজ ত্রিপুরা
১৭ এপ্রিল
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া থানাধীন শিববাড়ি এলাকা থেকে দফায় ক্রমে ১৫টি ছাগল চুরির ঘটনা ঘটলেও এ ব্যাপারে থানা কর্তৃপক্ষ ঘুমে । এই এলাকায় ফের একটি ছাগল চুরির ঘটনা ঘটলে এলাকার সচেতন নাগরিকরা চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল শনিবার । ধৃত চোরের নাম তন্ময় দাস ।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুর একটা নাগাদ শিববাড়ি এলাকার বাসিন্দা মিহির বিশ্বাস হঠাৎ দেখতে পায় তন্ময় দাস নামে এক যুবক উনার ছাগল নিয়ে যাচ্ছে বাইকে করে । ঘটনাটি প্রত্যক্ষ করে তন্ময় দাসকে আটক করে এলাকাবাসীরা উত্তম-মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয় ।
পরে চুরি হওয়া ছাগলের মালিক মিহির বিশ্বাস অভিযোগ করে জানান, দফায় ক্রমে এই এলাকা থেকে ১৫ টির মত ছাগল চুরি হয়েছে । শনিবার হাতেনাতে ধরা হয় চোর তন্ময় দাসকে । এবার তন্ময় দাসের বিরুদ্ধে চুরির অভিযোগ দিয়ে মামলা দায়ের হল । তবে পুলিশ এবার ধৃত চুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে । দিন দুপুরে এসডিপিও অফিসের ঢিলছড়া দূরত্বে এমন চুরির ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ