সবুজ ত্রিপুরা
২৬ মার্চ ২০২১
শুক্রবার
পানিসাগর প্রতিনিধি:-নিশিকুটুম্বের প্রকুপে ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন এলাকায়।বিবরণে জানা যায় যে পূর্ব গ্রাম পঞ্চায়েতের অফিস এর পাশেই অবস্থিত " দীপ জেরক্স এন্ড ভ্যারাইটিজ "এবং" মামনি ডেকোরেটার্স এন্ড ইলেক্ট্রিক্যাল" ব্যবসায়ী সমীরণ নাথের দোকান।
প্রতিদিনের নেয়ায় উভয় দোকানের মালিক গন গতকাল রাত আনুমানিক 9 ঘটিকায় দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ি চলে যান।সকালবেলা প্রাতঃভ্রমণ কারীরা উক্ত দু'টি দোকানের দরজা খোলা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়।সাথে সাথেই উভয় ব্যবসায়ীকে খবর দেওয়া হলে দোকানে ছুটে এসে দেখতে পান যে দোকানের সামনের দরজার তালা ভেঙ্গে দোকানের মূল্যবান জিনিস যেমন জেরক্স মেশিন, কম্পিউটার সেট, ডেকোরেটরের উচ্চক্ষমতাসম্পন্ন লাইট, সাউন্ড সিস্টেম সহ আরো অনেক কিছুই চুরি করে নিয়ে গেছে।ঘটনার খবর পেয়ে এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ দোকান মালিকদের হিতৈষী গন ঘটনাস্থলে ছুটে আসেন।পানিসাগর থানায় চুরির ঘটনার খবর দেওয়া হলে কর্তব্যরত কর্মীগণ ঘটনাস্থল পরিদর্শন করে গতকাল রাতের চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া শুরু করেন। সংবাদ লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই বলে জানা যায়।
0 মন্তব্যসমূহ