সবুজ ত্রিপুরা
২৭ মার্চ
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:-স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর প্রচার ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।অন্যান্য দলের
ন্যায় প্রচারে খামতি রাখতে চাইছে না তিপ্রামথা দলের হয়ে ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের মনোনীত প্রার্থী কমল কলই। কমল কলইয়ের সমর্থনে ডোর টু ডোর থেকে ঘরোয়া সভা সব কিছুর মধ্য দিয়েই প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে।১১মহারানী তেলিয়ামুড়া স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে। শুক্রবার এই নির্বাচনী কেন্দ্রের বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকা রঙ্গিয়াটিলা,গুচ্ছ গ্রাম,বৈরাগী ঢেপাও ছনপাড়া এলাকায় তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী কমল কলই-এর সমর্থনে সর্মথকরা ডোর টু ডোর ,উঠোন সভা থেকে শুরু করে বাজার সভা এবং গ্রাম্য সভা জোর কদমে চালাচ্ছে। এলাকার মানুষজনরা
মনোনীত প্রার্থী কমল কলই ও নেতৃত্বেদের কাছে নিজেদের সমস্যা গুলি পাশাপাশি এলাকার সমস্যাগুলির কথা জানাচ্ছে।এখন দেখার বিষয়, ভোট যুদ্ধে ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের আসনে কে জয়ের বিজয় তিলক পড়ে।
0 মন্তব্যসমূহ