তেলিয়ামুড়া প্রতিনিধি:-ভোটের মুখে এক উপজাতি ব্যক্তির একটি মাত্র বসতঘর সহ রাবার বাগান কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বৈরাগী ঢেপা এলাকায়।ঘটনাস্থলে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে বৈরাগী ঢেপা এলাকার বাসিন্দা সুধন দেববর্মার একটিমাত্র বসতঘর এবং উনার রাবার বাগানে শুক্রবার দুপুর নাগাদ কোনো এক সময় কে বা
অগ্নিসংযোগ সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না সুধন দেববর্মা। কোন কি পূর্ব শত্রুতার জেরে এই অগ্নিসংযোগ নাকি অন্যকিছু ঘটনার তদন্তেই বেরিয়ে আসবে। তবে সুধন দেববর্মা জানান,অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা যদি সঠিক সময়ে ঘটনাস্থলের না পৌছাতো তবে আগুন আরো ছড়িয়ে পড়তো। সঠিক সময়ে
তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড়োসড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা। তবে সুধন দেববর্মার একটি মাত্র বসতঘর আগুনের লেলিহান শিখায় গ্ৰাস হয়ে যাওয়ায় খুবই দুঃখিত সুধন দেববর্মা সহ তার পরিবারের লোকজন। তবে প্রাথমিক অনুমান এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০-৭০ হাজার টাকা।
0 মন্তব্যসমূহ