জাতীয় যক্ষা দিবসকে সামনে রেখে সচেতনতা শিবির -Sabuj Tripura News

 

সবুজ ত্রিপুরা

২৫ মার্চ ২০২১

বৃহস্পতিবার

চুরাইবাড়ি প্রতিনিধি:-জাতীয় যক্ষা (টিবি) দিবসকে সামনে রেখে উত্তর জেলার কদমতলা সামাজিক হাসপাতালের উদ্যোগে আজ যক্ষা নির্মূল কর্মসূচির উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচি অর্থাৎ টিবি রোগের উপর সচেতনতামূলক অনুষ্ঠানে প্রথমে টিভি রোগের উপর সচেতনতামূলক একটি লিখনী বোর্ড উন্মোচন করা হয়।


তারপর কদমতলা সামাজিক হাসপাতালের আওতাধীন সকল আশা কর্মীদের হাতে প্লে বোর্ডব দিয়ে এক রেলি বের করা হয়।কদমতলা বাজার এলাকা পরিদর্শন করে রেলিটি পুনরায় কদমতলা সামাজিক হাসপাতালের ভেতরে গিয়ে শেষ হয়। উক্ত রেলিটির মূল উদ্দেশ্য ছিলো, সাধারণ জনগণকে যক্ষা রোগ থেকে 

নিরাপদে রাখা ও সুস্থ করা। আজকের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার সি এম ও ডক্টর অরুণাভ চক্রবর্তী, কদমতলা সামাজিক হাসপাতালে এম ও ওয়াই সি ডক্টর সন্দীপ দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ বিশিষ্ট জনেরা।এদিকে সচেতনতামূলক আশা কর্মীদের রেলি শেষ হবার পর, উত্তর জেলার সি এম ও ডক্টর অরুণাভ চক্রবর্তী উনার বক্তব্যে বলেন,কদমতলা সামাজিক হাসপাতালের আওতাধীন কদমতলা, চুরাইবাড়ি,বজেন্দ্র নগর ও রানীবাড়ী এলাকাগুলিতে টিবি রোগীদের সংখ্যা অনেকটা বেশি। বিশেষ করে পাথর কোয়ারী,ইট ভাটার শ্রমিকদের টিবি রোগ হবার আশঙ্কা বেশি থাকে। তিনি আরো বলেন,দুই সপ্তাহের বেশি কাশি, 

ক্রমাগত খুসখুসে জ্বর, কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা ও শরীরের ওজন কমে যাওয়া লক্ষণ দেখা গেলে টিবি রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকে।তাছাড়া টিবি রোগের চিকিৎসা উপর রাজ্য সরকারের তরফ থেকে বিশেষভাবে পুরস্কৃত হয়েছে উত্তর জেলা স্বাস্থ্য দপ্তর। সিএমও আরো বলেন, বিনামূল্যে কফ পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় হয়।রোগ নির্ণয় হবার পর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ও আশা কর্মীদের উপস্থিতিতে ঔষধ সেবন করানো হয়। পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণের জন্য টিবি রোগে আক্রান্ত রোগীদের মাসিক পাঁচশত টাকা করে একাউন্টে দেওয়া হয়।

সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের টিবি রোগ মুক্ত ভারত গড়ার লক্ষ্যে যে কর্মসূচি হাতে নিয়েছে তাতে "টিবি হারবে দেশ জিতবে"।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu