তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- করোনা প্রতিরোধে সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ও সোমবার সকাল দশটা থেকে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এই মরণব্যাধির পুনরায় যাতে প্রভাব বিস্তার না করতে পারে এবং মানব জাতিকে বাঁচিয়ে রাখার তাগিদে রাজ্য সরকারের এই প্রচেষ্টা সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য স্বাস্থ্যকর্মীদের এই প্রচেষ্টা।
তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সোমবার সকাল দশটা থেকে মহকুমার স্বাস্থ্যকর্মীদের করোনা প্রতিশোধক দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন মহাকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা।
এদিন হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সর্তকতা অবলম্বন করে চলছে। এ প্রসঙ্গে মহকুমার স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা বলেন, ঐ দিনে ১০০ জন স্বাস্থ্য কর্মী কে করোনা প্রতিষেধক টিকা দেওয়া হবে।
টিকা গ্রহণ করার পর কোন স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্যের যাতে অবনতি না হয় সেদিকেও প্রত্যক্ষ দৃষ্টি রাখা হচ্ছে। এর জন্য টিকা দেওয়ার পর অবজারভেশন রুমে রাখা হচ্ছে।
0 মন্তব্যসমূহ