১২ জানুয়ারি ২০২০
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মজয়ন্তী কে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তেলিয়ামুড়া নগর শাখা, বিভিন্ন বিদ্যালয়ের শাখা, কলেজ শাখার যৌথ উদ্যোগে যুবক যুবতীদের নিয়ে মশাল রেলির আয়োজন করা হয়।
উক্ত রেলিটি মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০ মিঃ এ স্থানীয় চিত্রাঙ্গদা কলাকেন্দ্র তথা টাউন হল মাঠপ্রাঙ্গণ থেকে শুরু করে তেলিয়ামুড়া বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টাউন হলের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে নেতৃত্বে ছিলেন ভাস্কর ঘোষ, সম্রাট সরকার, রিম্পা চক্রবর্তী, রজত মোদক প্রমূখ। তাছাড়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজ তথা মঙ্গলবার বিবেকানন্দের জন্মজয়ন্তী কে কেন্দ্র করে দিনভর বিভিন্ন কর্মসূচি ছিল।
0 মন্তব্যসমূহ