তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজের খোয়াই নদীর তীরে মকর সংক্রান্তি মেলার প্রস্তুতি - Sabuj Tripura News
১২ জানুয়ারি ২০২০
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিগত বছরগুলোর মত এ বছরও সরকারি উদ্যোগে তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজের খোয়াই নদীর তীরে মকর সংক্রান্তি মেলাকে কেন্দ্র করে জোর প্রস্তুতি নিচ্ছে উদ্যোক্তারা। ১৯৯৯ যখন সালে জাতিগত দাঙ্গার সময়ে চাকমা ঘাট এলাকায় কয়েকদিন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মিলে মকর সংক্রান্তির মেলার আয়োজন করা হয়।
আর সেই সময় থেকেই প্রতি বৎসর দুই দিনব্যাপী মেলার পাশাপাশি তীর্থ স্থানের আয়োজন হয়ে থাকে। আর এই মেলাকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি স্টল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যর্থীদের রাত যাপন করার জন্য থাকার ব্যবস্থা করা হয়।
সারা রাত্র ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মকর সংক্রান্তি ও তীর্থ মেলাকে কেন্দ্র করে জাতি উপজাতি উভয়ই অংশের মানুষেরা সমাগম হয়ে থাকে।
তবে করোনা প্রকোভের কারণে এবছর জাঁকজমক ভাবে প্রস্তুতি না নিলেও খামটি রাখেনি উদ্যোক্তারা।খোয়াই নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মনোরম গ্রীষ্ম পরিলক্ষিত হয়।
কোন মন্তব্য নেই