চুরাইবাড়ি প্রতিনিধিঃ মহিলা সেজে ডাকাতি করতে গিয়ে পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি পুলিশের অভিযানে অস্ত্রশস্ত্র সহ ধরা পড়ল দুই কুখ্যাত ডাকাত।এদের এক জনের নাম জয়নুল হোসেন(৩২)পিতার নাম আলতাব হোসেন ও অন্যজনের নাম আব্দুর রহমান ওরফে ইকবাল হোসেন (২৪)পিতার নাম মজির উদ্দিন।এদের প্রথম জনের বাড়ি পাথারকান্দির দুর্লভপুর ও অন্যজনের বাড়ি স্থানীয় আলাপুরে।
জানা গেছে গত বৃহস্পতিবার রাত অনুমানিক সাডে এগারোটা নাগাদ পাথারকান্দি থানার ওসি সঞ্জীব তেরাংয়ের নেতৃত্বে পুলিশের বিশেষ পেট্রলিং পার্টি তৃপ্তি হোটেল সংলগ্ন আট নং জাতীয় সড়কে পায়চারি করার সময় এ সাফল্য পায়। এমন সময় পুলিশের নজরে পড়ে এক মহিলা সহ দুই সন্দেহভাজন পুরুষের।
পরে পুলিশ এদের গতিবিধি লক্ষ করে এক সময়ে তাদেরকে আটকের চেষ্টা করলে তারা ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে হামলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পাথারকান্দি পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
ধৃতদের কাছ থেকে পুলিশ একটি ধারাল ডেগার সহ আরও অস্ত্রসস্ত্র উদ্ধারে সক্ষম হয় বলে জানা গেছে।ওরা এলাকার কুখ্যাত ডাকাত বলে জানিয়েছেন ওসি।আগামিকাল ধৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।
0 মন্তব্যসমূহ