নেশা বিরোধী অভিযানে নেমে বিলাতী মদ আটক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
০৫ জানুয়ারি ২০২০  
মঙ্গলবার

চুরাইবাড়ি প্রতিনিধিঃ আজ নেশা বিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণ বিলাতী মদ আটক করলো উত্তর জেলার কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ এসআই অপু দাস ও সহ বিশাল পুলিশ ও টিএস আর বাহিনী নিয়ে  কদমতলা থানাধীন বজেন্দ্রনগর বাজার এলাকায় আজ এক নেশা বিরোধী অভিযান চালান। 

কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের কাছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ আসছিল বজেন্দ্র নগর বাজারের এক রেস্টুরেন্টের মালিক সুবিনয় দাস(সন্তোষ) রেস্টুরেন্টের আড়ালে এই বিলাতি মদ বিক্রির ব্যবসা চালিয়ে যাচ্ছিল।


আজ কদমতলা থানার পুলিশ যখন কদমতলা থানাধীন বজেন্দ্র নগর বাজার এলাকায় এই মদ বিরোধী অভিযান চালায় তখন পুলিশের আছ পেয়ে রেস্টুরেন্টের মালিক সুবিনয় দাস গাঁ ডাকা দেয়। পরে কদমতলা থানার পুলিশ সুবিনয় দাসের বাড়িতে গিয়ে এই মদ বিরোধী অভিযান চালায়। 


তবে বাড়ির মালিক পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এই অভিযানে সুবিনয় দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ আটক করে থানায় নিয়ে আসেন। আগামী দিনে তাদের এধরনের মদ বিরোধী অভিযান এভাবে জারি থাকবে বলে জানালেন ওসি কৃষ্ণধন সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu