কৃষি ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি রেখে দু'ঘণ্টার গণঅবস্থানে সি পি আই এম - Sabuj Tripura News
০৫ জানুয়ারি ২০২০
মঙ্গলবার
কাঞ্চনপুর প্রতিনিধিঃ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় কেন্দ্রীয় সরকারের কৃষি ও বিদ্যুৎ দুটি বিল প্রত্যাহারের দাবি রেখে দু'ঘণ্টার গণঅবস্থানের ডাক দিয়েছেন আজ সি পি আই এম।
পাশাপাশি মহকুমার একাধিক শাসক দল বিরোধী শিবিরের মানুষেরা আজকের এই গণঅবস্থানে যোগ দিয়েছেন। প্রথমে কাঞ্চনপুর বাজারে বিশাল অংশের মানুষ নিয়ে রেলি বের করে তারা। পরবর্তীতে রেলি শেষে গণঅবস্থানে শামিল হন।
গণঅবস্থানে পর বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে অনেকেই সি পি আই এম এ সামিল হয়েছেন। আজকের এই গণঅবস্থানে সি পি আই এম সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মত।
কোন মন্তব্য নেই