বক্সনগর প্রতিনিধিঃ- তিন দিনের বায়োফ্লক ফিশ কালচারাল টেকনোলজির ব্লক ভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম এর শুভ উদ্বোধন।এই প্রথম বায়োফ্লক এর প্রোগ্রাম পিডিএফ এর মাধ্যমে বক্সনগর ব্লকে ট্রেনিং চলছে।
এই ট্রেনিং এর শুভ উদ্বোধন করেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর ব্লকের চেয়ারম্যান সঞ্জয় সরকার, উপস্থিত ছিলেন সমাজ সেবক দেবব্রত ভট্টাচার্য, উপস্থিত ছিলেন বক্সনগর ব্লক আধিকারিক ধৃতি শেখর রায়।
তাছাড়া উপস্থিত ছিলেন ফিশারি ডিপার্টমেন্ট এর ডাইরেক্টর টিউশন দেববর্মা, এস এম কামাল হোসেন। জানা যায় ৩ দিনের মৎস্য বায়োফ্লক ট্রেনিং প্রোগ্রামে বক্সনগর ব্লকের প্রতিটি গ্রাম থেকে দুজন করে মৎস্যচাষী প্রশিক্ষণ নিতে পারবেন।
এই তিন দিনের মৎস্য ট্রেনিং এ মোট ৪৪ জন মৎস্যচাষী প্রশিক্ষণ নিতে আসেন, মৎস্য প্রশিক্ষণ করার মূল উদ্দেশ্য ছিল যদি তারা এই প্রশিক্ষণ নিয়ে বায়োফ্লক করে মৎস উৎপাদন করে আয় করতে পারবেন।
0 মন্তব্যসমূহ