ধর্মনগরে এসবিআই আয়োজিত সংহতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২২ জানুয়ারি ২০২১  
শুক্র বার 

ধর্মনগর প্রতিনিধিঃ প্রচন্ড কর্ম ব্যস্ততার মধ্যেও একটু আনন্দের খোঁজে রবিবার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ধর্মনগর শাখার উদ্যোগে একটি সংহতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই টুর্ণামেন্টে মোট তিনটি দল অংশ নেয়। দলগুলো ছিল সোশ্যাল ওয়ার্কার(যুব মোর্চা)  


ধর্মনগর মিডিয়া একাদশ (সাংবাদিকদের দল) এবং এস বি আই ধর্মনগর ব্রাঞ্চ। এই টুর্নামেন্টে প্রথমে এস বি আই বনাম সোশ্যাল ওয়ার্কার এর মধ্যে খেলা হয়। এতে বিজয়ী হয় সোশ্যাল ওয়ার্কার দের দল । তারপরে সোশ্যাল ওয়ার্কার দলটি মিডিয়া একাদশের সাথে ফাইনাল প্রতিদ্বন্দিতায় অংশ নেয় ।ফাইনালে চ্যাম্পিয়ন হয় সোশ্যাল ওয়ার্কার (যুব মোর্চা) এবং রানার্স আপ দলের শিরোপা অর্জন করে ধর্মনগর মিডিয়া একাদশ(সাংবাদিকদের দল)।সকাল ৯টা থেকে ধর্মনগর বিবিআই ময়দানে এস বি আই আয়োজিত 


সংহতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়। খেলা শুরুর আগে থেকেই তিন দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত ছিলেন ।প্রত্যেক খেলোয়াড়দের মধ্যে চরম উৎসাহ লক্ষ করা গেছে। মূলত তিনটি দলের মধ্যে অনেকজন প্রবীণ খেলোয়াড়রা ছিলেন। এই নবীন-প্রবীণ সকলের সমন্বয়ে গঠিত প্রতিটি দলের মধ্যেই ছিল আনন্দের আভাস। খেলায় অংশগ্রহণকারী দলগুলোর প্রতিযোগিতার সাথে সাথে আনন্দটাই ছিল এই সংহতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ।রবিবার সকালের জাঁকজমকপূর্ণ খেলা দেখতে বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে  দর্শকদের উপস্থিতি ছিল বেশ ভালো ।খেলা শেষে চ্যাম্পিয়নস দল সোশ্যাল ওয়ার্কার দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ দল মিডিয়া 


একাদশের হাতে ট্রফি তুলে দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার শৈবাল কান্তি রায়। পাশাপাশি তিনি জানান সকলকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়েই এই প্রথম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একদিনের এই সংহতি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছিল। এতে যে দুইটি আমন্ত্রিত দল অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি তিনি জানান  আগামী দিনেও এসবিআই এমন ক্রীড়া অনুষ্ঠান এবং সামাজিক 

অনুষ্ঠানে ইচ্ছুক।তাই সকলকে সঙ্গে নিয়ে এমন কর্মসূচিতে আগামীতেও ধর্মনগর এস বি আই যুক্ত থাকবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। পাশাপাশি সোশ্যাল ওয়ার্কার দলের অধিনায়ক সুমিত দে এবং ধর্মনগর মিডিয়া একাদশের অধিনায়ক পান্না ঘোষ এই ক্রিকেট টুর্নামেন্টের এর আয়োজন এর জন্য এসবিআই এর কর্মকতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu