চুরাইবাড়ি প্রতিনিধিঃ উত্তরের বাগবাসা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো শারদীয়া ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় সভা।বাগবাসার শনিছড়া এলাকায় অনুষ্ঠিত হয় এই শুভেচ্ছা বিনিময় সভা। প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তথা ওবিসি মোর্চার প্রদেশ সম্পাদক প্রদীপ নাথ মহোদয়।তাছাড়া উপস্থিত ছিলেন, বাগবাসা বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ ও দলীয় কার্যকর্তাগন।
শারদীয়া ও দীপাবলীর শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি প্রদীপ নাথ রাজ্য ও কেন্দ্র সরকারের নানা উন্নয়নমুখী কর্মকাণ্ড তুলে ধরেন।প্রধান অতিথি আরো বলেন, করোনা অতিমারীর ফলে দীর্ঘ ৭ মাস দলীয় কর্মযজ্ঞ থেকে স্বাস্থ্যবিধি মেনে দূরে থেকে ছিলেন।
বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতেই কর্মযজ্ঞে সামিল হয়েছেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মকর্তাগণ। আজকের শুভেচ্ছা বিনিময় সভায় বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
0 মন্তব্যসমূহ