দুষ্কৃতীদের দ্বারা কৃষকের শীতকালীন ফসল নষ্ট করার অভিযোগ - Sabuj Tripura News
০৫ ডিসেম্বর ২০২০
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দুষ্কৃতীদের হাতে হত দরিদ্র কৃষকের বাগিচা ফসল বাঁধাকপি নষ্ট করার অভিযোগ উঠল অম্পিনগর ব্লকের পশ্চিম পাড়া থেকে। সংবাদে জানা যায়, কৃষি কাজের উপর নির্ভর করে সংসারে ভরণপোষণ চালিয়ে আসছেন গৌরাঙ্গ দাস নামে এক কৃষক।
কিন্তু গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা প্রায় ৭০০ বাঁধাকপির চারা নষ্ট করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।
কৃষক গৌরাঙ্গ দাস শনিবার সকালে জমিতে কাজ করতে এসে দেখতে পান উনার লাগানো বাঁধাকপির চারা গুলি দুস্কৃতিকারীরা কেটে রেখে দেয়।
এদিকে এ ব্যাপারটি অম্পিনগর থানায় অবগত করা হয়েছে। এখন দেখার বিষয় এই ঘটনায় পুলিশ কি ভূমিকা নেন।
কোন মন্তব্য নেই