নিশিকুটুম্বের হানায় অতিষ্ঠ কাঞ্চনপুর মহকুমার জনগণ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০৫ ডিসেম্বর ২০২০  
শনিবার

কাঞ্চনপুর প্রতিনিধিঃ বিগত কয়েক দিন ধরে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় নিশিকুটুম্বের হানায় চুরি কান্ড অব্যাহত। দিন দিন গোটা মহকুমার বিভিন্ন প্রান্তের বাঙালি অংশের মানুষের কৃষিজ শাক সবজি থেকে শুরু করে গৃহপালিত গরু পল্টি ফার্ম থেকে মোরগের বাচ্চা সহ আরো কত কি চুরি করে নিয়ে যায় চোরের দল। বিশেষ করে নিশি রাতে এই চুরি কান্ড সংগঠিত করে চোরের দল। 

বিগত কয়েক দিন আগে সুভাষ নগর, সুব্রত নগর এবং কলোনি গার্লস স্কুলের পিছন থেকে মলয় নাথের কৃষিজ ফসলের জমি থেকে ৫০ টির অধিক দেশি লাউ, পাশাপাশি কৃষিজ ফসলের গাছ নষ্ট করে পল্টি ফার্ম থেকে ২৫০ টি মোরগের বাচ্চা চুরি করে নিয়ে যায় চোরের দল। 


এই চুরি কান্ডের ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমা থানায় লিখিত ভাবে অভিযোগ জানান শ্যামলাল নাথ। অভিযোগ পত্র পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু পুলিশের ভূমিকা নিরব, এখনো নিশিকুটুম্বের হদিস পাননি পুলিশ। 


এদিকে শ্যামলাল নাথের সাক্ষাৎকার থেকে জানা যায় এক বৎসরে উনার ৫০,০০০ টাকার অধিক বেশি ক্ষয়ক্ষতি, লুট করে নিয়ে যায় চোরের দল। স্থানীয় ঐ এলাকায় অনেক দিন ধরেই এই চুরি কান্ড অব্যাহত বলে জানিয়েছেন শ্যামলাল নাথ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu