জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকে পথ অবরোধে নিহত পরিবারের সাথে দেখা করেন বিধায়ক - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
০২ ডিসেম্বর ২০২০  
বুধবার

কাঞ্চনপুর প্রতিনিধিঃ জয়েন্ট মুভমেন্ট কমিটির বন্ধ চলাকালীন পানিসাগরে পথ অবরোধ করতে গিয়ে পুলিশ এর গুলিতে আহত এবং নিহত পরিবারের সাথে দেখা করতে এলেন বিজেপি পানিসাগরের বিধায়ক বিনয় ভূসন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আহত ও নিহতদের পরিবার বিধায়কদের কে দেখে কান্নায় ভেঙ্গে পরেন। অন্য দিকে বন্ধের দ্বিতীয় দিনে রিয়াং শরনার্থী আক্রমণে দশদা লক্ষিপুর গ্ৰামে ৫০ পরিবার ঘর ছেড়ে দশদা স্কুলে আশ্রিত হয়েছেন। 

তারা ১৫ দিন ধরে স্কুলেই রয়েছেন। তাদের দেখাশোনা করছেন জে এম সি। বিধায়ক যখন স্কুলের মধ্যে দেখা করতে গিয়ে ছিলেন তখন বিধায়ককে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পরেন ঘড় ছাড়া বাঙ্গালী।ঐ বাঙ্গালী পরিবারগুলি প্রশ্ন তুলেছেন আর কতোবার গড় ছেড়ে স্কুলে আশ্রয় নিতে হবে। 


তারা বিধায়ক এর কাছে দাবিও রেখেছেন স্থায়ী ক্যাম্প এর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। ১০ ডিসেম্বরের পর ও  ৫ টি ক্যাম্প দেবার কথা ছিলো প্রসাশন থেকে জায়গা ও দেখা হয়েছে কিন্তু বাস্তবে কিছুই দেখা যাচ্ছে  না। 


তারা জানিয়েছেন এবার কেম্প না হলে তারা স্কুলেই থেকে যাবেন। এই স্কুলের মধ্যে অনেক ছোট ছোট শিশু রাও রয়েছেন যাদের ঠান্ডার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu