পথ অবরোধ করতে গিয়ে নিহত পরিবারের সাথে দেখা করে ৫ লক্ষ টাকা চেক তুলে দেন মূখ্যমন্ত্রী - Sabuj Tripura News
১৪ ডিসেম্বর ২০২০
সোমবার
কাঞ্চনপুর প্রতিনিধিঃ কাঞ্চনপুর-জয়েন্ট মুভমেন্ট কমিটি বন্ধ চলাকালীন পানিসাগর এ পথ অবরোধ করতে গিয়ে টি এস আর এর গুলিতে আহত এবং নিহত পরিবারের সাথে দেখা করতে এলেন মাননিয় মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তাছাড়া উপস্তিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আহত ও নিহত পরিবার তাদের কে দেখে কান্নায় ভেঙ্গে পরেন।
শহীদ শ্রীকান্ত দাস এর ফটোতে মাল্য দান করেন মূখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা।নিহত শ্রীকান্ত দাস এর পরিবার এর হাতে ৫ লক্ষ টাকা চেক তুলে দেন এমনকি একটি সরকারি চাকরির ও আশ্বাস দেন মূখ্যমন্ত্রী।
কোন মন্তব্য নেই