১৪ ডিসেম্বর ২০২০
সোমবার
বিশালগর প্রতিনিধিঃ নাতির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হন ৮০ বছরের বৃদ্ধা।ঘটনার বিবরণে জানা যায় আজ বিকাল ৪ টা ৩০ মিনিট নাগাদ বিশালগড় থানার অন্তর্গত উত্তর ভজপুর এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা মালতি পাল বাড়িতে কাজ করছেন ঐ সময় ছেলের ঘরের নাতি ১৩ বছরের শ্রীধাম পাল হঠাৎ কথা কাটাকাটি করে মালতি পালের সঙ্গে।
এরপর নাতি সিদাম পাল হঠাৎ একটি রড হাতে নিয়ে বৃদ্ধা মালতি পাল এর উপর আঘাত করে।
সঙ্গে সঙ্গে এই বৃদ্ধা মহিলা মাটিতে লুটিয়ে পড়ে।তৎক্ষণাৎ এলাকার লোকজন খবর দয় বিশালগড় অগ্নিনির্বাপক কর্মীদের তারা ছুটে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
0 মন্তব্যসমূহ