গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য কলমচৌড়া থানা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
১১ ডিসেম্বর ২০২০  
শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ নেশা মাফিয়াদের রক্ত চোখকে উপেক্ষা করে গাঁজা বিরোধী অভিযানে আবারো বড় ধরনের সাফল্য পেল কলমচৌড়া থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ২ ঘটিকা পর্যন্ত সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার রহিমপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালান। টানা  চার ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়।  এই দিনের অভিযানে মোট প্রায় ৫০লক্ষ টাকার গাঁজা ধ্বংস করা হয়। 

মোট ১৩ টি ফ্লটে ৭০ থেকে ৮০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। যার বাজারজাত মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা বলে জানান পুলিশ। এই দিনের গাঁজা বিরোধী হয় রহিমপুর পূর্বপাড়া। এই এলাকায় সবচেয়ে বেশি গাঁজা চাষ করা হয়। ঐ দিনের অভিযানে উপস্থিত ছিলেন কলমচৌড়া থানার এস আই  রথীন্দ্র দেববর্মা,  সেভেন ব্যাটেলিয়ান টিএসআর বাহিনী, সহ ৭৪ নম্বর ব্যাটালিয়নের আশা বাড়ি বি ও পি র বিএসএফ জওয়ানরা ও বক্সনগর বন দপ্তরের কর্মিরা। কয়েকশ স্থান জুড়ে গাঁজা চাষীরা বন দপ্তরের জায়গা দখল করে এই  গাঁজা চাষ করে আসছিল।এিপুরা রাজ্যের গাঁজার করিডোর হিসাবে পরিচিত কমলনগর, বাতাদোলা, কলমচৌড়া,দক্ষিন কলমচৌড়া, মানিক্য নগর,ভেলুয়াচর ও রহিমপুর  এই সব জায়গাতে সবচেয়ে বেশি গাঁজা চাষ করা হয়।স্কুল পড়োয়া ছাএরা লেখা পড়া বাদ দিয়ে এই সব এলাকার ছাএরা গাঁজা চাষের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।প্রশাসন যদি এই ব্যপারে কড়া পদক্ষেপ না নেন তাহলে এই সব এলাকার ছেলারা কম বয়সে নেশার সাথে যুক্ত হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu