কৃষক দিবসে কৃষকদের দাবি সরকার ভাল উৎপাদনের জন্য যাতে উন্নত মানের বীজ প্রদান করেন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২৩ ডিসেম্বর ২০২০  
বুধবার

বিশালগর প্রতিনিধিঃ আজ আন্তর্জাতিক কৃষক দিবস এই কৃষক দিবসে সিপাহী জলা বিশালগড় মহকুমার চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের দাবি রাজ্য সরকার ভাল উন্নত মানের বীজ এবং উন্নত মানের কীটনাশক ঔষধ কৃষকদের স্বার্থে প্রয়োগ করলে আগামী দিনে কৃষকদের ফলন দ্বিগুণ হবে। এমনি অভিমত ব্যক্ত করেন দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকরা। কৃষকরা শুধু চান ভাল উৎপাদন এবং গুণগত মান সম্পন্ন বীজ। 

এ সমস্ত জিনিস পেলেই কৃষকরা তাদের ফলন দ্বিগুণ করতে পারেন। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের কৃষক শান্তি ভৌমিক সংবাদ মাধ্যমকে বলেন আমরা কৃষক হিসাবে চাই সরকার উন্নত মানের বীজ, সার এবং উন্নত ধরনের টেকনোলজি যাতে কৃষকদের দেওয়া হয়। 


তাহলে সবজি থেকে শুরু করে সব ধরনের চাষে ভাল ফলন ফলানো সম্ভব হবে। তাছাড়া বিজ্ঞান ভিত্তিতে চাষ যত বেশি করে কৃষকরা প্রয়োগ করতে পারবে ততই ফলন ভালো হবে। 


কৃষকরা লাভমান হলে বাজারের উৎপাদন বাড়বে এবং বাজারের দাম কমবে। সেই দিকে চিন্তা করে কৃষকদের দাবি আন্তর্জাতিক কৃষি দিবসে ভারতবর্ষের অন্নদাতা কৃষক উন্নত ধরনের বিজ্ঞান ভিত্তিতে চাষ করতে চাইছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu