বিশালগর প্রতিনিধিঃ জাতীয় সড়কের মধ্যেই ইট বালি সিমেন্ট এবং রড রেখে জোরদারভাবে বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন এক ধনবান ব্যক্তি। ঘটনা বিশালগড় মহকুমার বিশালগড় বাজার স্ট্যান্ডের উল্টোদিকে। জাতীয় সড়কের মধ্যে নির্মাণ সামগ্রী রেখে বিল্ডিং এর কাজ করার ফলে পথচারী থেকে যানবাহন ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন। অনেকদিন ধরেই চলছে কাজ। জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন ধৃতরাষ্ট্রের মত অন্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে পথচলতি নাগরিকদের অভিযোগ।
তাদের বক্তব্য ন্যাশনাল হাইওয়েতে এইভাবে নির্মাণ সামগ্রী রেখে কাজ সম্পূর্ণভাবে অবৈধ। যানবাহন চালকদের বক্তব্য হল আমরা সরকারকে করদেই।
সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন। এভাবে জাতীয় সড়কের মধ্যে নির্মাণ সামগ্রী রেখে কাজ করার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী থেকে যানবাহন।
প্রশ্ন উঠছে জেলার নাগরিকদের নিরাপত্তা কি জেলা প্রশাসন দেখবে না অতি দ্রুত জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন জেলার নাগরিকগণ।
0 মন্তব্যসমূহ