বড়দিন উপলক্ষে প্রতিবছরের ন্যায় তিরিং উৎসব অনুষ্ঠিত - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২২ ডিসেম্বর ২০২০  
মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ খ্রিস্টান ধর্ম অবলম্বীদের বড় উৎসব বড়দিন তথা খ্রীস্টমাস। আর সেই বড়দিন  কে কেন্দ্র করে ২১ শে ডিসেম্বর পালন করা হয় তিরিং উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ কে মিলন স্তরের মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এই বছরও তেলিয়ামুড়া মহকুমার মানিক বাজার এলাকায় তিরিং উৎসব অনুষ্ঠিত হয়। 

এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী  মেবার কুমার জমাতিয়া।এই অনুষ্ঠানে মেবার কুমার জামাতিয়ার হাত ধরে দুস্থ মানুষকে মধ্যে কম্বল বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বনমন্ত্রী শ্রী জমাতিয়া  বলেন,  এই উৎসবের মধ্যে দিয়ে জাতি উপজাতি সকলের মেলবন্ধন সংঘটিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu