আবারও গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নামলেন মধুপুর থানার পুলিশ - Sabuj Tripura News
০১ ডিসেম্বর ২০২০
মঙ্গলবার
বিশালগর প্রতিনিধিঃ২লক্ষ ২০হাজারগাঁজা গাছ ধ্বংস করেন মধুপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল ১০ টা থেকে দীর্ঘ পাঁচ ঘন্টা মধুপুর থানার পুলিশ এবং কামথানা বিওপি বিএসএফ এবং কৈয়াডেপা বিওপি বিএসএফ হরিহরদোলা বিওপি ৭৪ নং বিএসএফের যৌথ উদ্যোগে কোনাবন এবং রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৫ কানি জায়গায় ২ লক্ষ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করেন।
উল্লেখ্য মধুপুর থানা এলাকায় শুধু গাঁজা চাষ নয় প্রতিনিয়ত নেশা কারবারিরা বিভিন্ন নেশা এবং গরু পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তাছারা অবৈধভাবে চুরাই মিলে গাছ কেটে বনজ সম্পদ ধ্বংস করে যাচ্ছে চুরা কারবারিরা। কিন্তু মধুপুর থানার পুলিশ বাবুরা নীরব দর্শক এর ভূমিকা পালন করে যাচ্ছেন।
কোন মন্তব্য নেই