বিদ্যুৎ সমস্যার জেরে পথ অবরোধ স্থানীয় জনগণের - Sabuj Tripura News
বক্সনগর প্রতিনিধিঃদীর্ঘ দিন যাবত বিদ্যুৎ সমস্যার জেরে পথ অবরোধ সংগঠিত করলো স্থানীয় জনগণ। সোনামুড়া থেকে বক্সনগর যাবার রাস্তায় দাওধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায়, সকাল দশটা নাগাদ সড়ক অবরোধ করে স্থানীয় জনগণ। তাদের অভিযোগ আড়ালিয়া গ্ৰাম পঞ্চায়েতর ৪ নং ওয়ার্ডে দীর্ঘ ৬দিন যাবত বিদ্যুতের সমস্যায় ভোগছে এলাকার মানুষ।
বিদ্যুতের জন্য পানীয় জল পাচ্ছে না ঠিক মতো। আজ প্রায় ছয়দিন বিদ্যুৎ নেই এই এলাকায়। তবে কর্তৃপক্ষকে বার বার জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। এছাড়াও সোনামুড়ার প্রায় গ্ৰাম অঞ্চলেই বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে দীর্ঘ দিন থেকে।
কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল না থাকায় দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে এই রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসী। পরে ঘটনাস্থল ছুটে আসেন সোনামুড়া থানার ওসি পার্থ নাথ ভৌমিক সহ টিএসআর বাহীনি।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি সাথে কথা বলেন। পরে জন প্রতিনিধি ও পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন জনগণ। তবে এই দীর্ঘ দেড় ঘণ্টা অবরোধে রাস্তায় আটকে পড়ে যানবাহন সহ সাধরন পথচারী।
কোন মন্তব্য নেই