প্রতিবন্ধীদের নিয়ে প্রতিবন্ধী চিহ্নিত করন শিবিরের আয়োজন - Sabuj Tripura News
বক্সনগর প্রতিনিধিঃ সি আর সি ত্রিপুরা ইউনিট এবং বক্সনগর আর ডি ব্লক এর যৌথ উদ্যোগে বক্সনগর ব্লকে প্রতিবন্ধীদের নিয়ে প্রতিবন্ধী চিহ্নিত করন শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সি আর সি ত্রিপুরা শাখার অধিকর্তা রাজেশ কুমার সিং ও বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, সোনামুড়া মহকুমাশাসক সুব্রত মজুমদার সহ অতিথিরা।
এই শিবিরে প্রতিবন্দিদের সার্টিফিকেট নবীকরণ করা হয় এবং প্রয়োজনীয় প্রতিবন্ধী চলন ও শ্রবণ সরঞ্জাম প্রদানের তালিকা তৈরি করা হয়। অক্ষম প্রতিবন্ধীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দিয়ে রোজগারের সুযোগ করে দেওয়া হয়।
প্রতিবন্ধী চিহ্নিত করে অক্ষম ছাত্র ছাত্রীদের মোবাইল ফোন এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন সি আর সি ত্রিপুরা শাখার অধিকর্তা রাজেশ কুমার সিং।
তিনি আরো বলেন যে এই প্রতিবন্ধীদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সকলকে সোনামুড়া টাউন হলে তাদের চলাফেরার জন্য যে সরঞ্জাম প্রয়োজন সেইগুলি দেওয়া হবে সিআরসি ডাইরেক্টর এর তরফ থেকে জানানো হয়।
কোন মন্তব্য নেই